আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার শিলিগুড়ির এক শিক্ষক

রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় তদন্তে নেমে আরও এক স্কুল শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ।ধৃত শিক্ষকের নাম পঙ্কজ কুমার বর্মন।


জানা গিয়েছে, পঙ্কজ কুমার বর্মন শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের সংস্কৃতের শিক্ষক।কোচবিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন থেকে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে হাকিমপাড়ায় পরিবার নিয়ে থাকেন।শুক্রবার হাকিমপাড়ার বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

উল্লেখ্য,আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করা হয় আমবাড়ি পুলিশ ফাঁড়িতে।ঘটনায় গ্রেফতার করা হয় আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক সন্তোষ বর্মনকে।সেই অভিযুক্ত শিক্ষককে আদালতে পেশ করে রিমান্ডে নেয় পুলিশ।
রিমান্ডে নিয়ে তদন্ত করে পঙ্কজ কুমার বর্মনের নাম উঠে আসে।এরপরই শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


ঘটনার পর হতবাক বরদাকান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক বিপ্লব সরকার জানান, উনি ২০২১ সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করছেন। তাঁর এমন কাণ্ডে স্কুলের সুনামে প্রভাব পড়বে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *