শিলিগুড়ি, ১৬ জানুয়ারিঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চম্পাসারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।সোমবার সকালে কার্যকর্তাদের নিয়ে চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাবরাগ্রাম এলাকায় যান তিনি।
এদিন এলাকায় সভাধিপতিকে দেখে বিভিন্ন সমস্যার কথা জানান বাসিন্দারা।এলাকার রাস্তা এবং ঝুলন্ত ব্রিজ মেরামতের দাবি জানান তারা।বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে তথ্য নেন তিনি।
এদিন সভাধিপতি অরুণ ঘোষ বলেন, আজ কর্মসূচি শুরু করা হল।মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা জানলাম।যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা যাতে সুবিধা পান তাঁর জন্য পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি বাসিন্দারা রাস্তা এবং ঝুলন্ত ব্রিজের মেরামতের দাবি করেছেন।এই সমস্যা সমাধানের বিষয়টিও দেখা হবে।