মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি পরিবারের

রাজগঞ্জ, ১০ জুনঃ মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি অসহায় মায়ের।


শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা গ্রামের দিপালী দাসের ছেলে ভারত দাস।জন্মের প্রায় ৮ মাস বয়সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ভারত।বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ হয়ে ওঠেনি ছেলে।বর্তমানে অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেনা।স্বামী দেবেন দাস শিলিগুড়িতে ফেরি করে সামান্য কিছু অর্থ উপার্জন করেন তা দিয়েই চলে সংসার।এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারটি।

এই বিষয়ে দিপালী দাস জানান, ছেলের যখন আট মাস বয়স হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়।ছেলেকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়।তবে ছেলে সুস্থ হয়ে ওঠেনি।দীর্ঘ ১১ বছর ধরে কোনোরকমে চিকিৎসা করে আসছি।মাঝে মধ্যেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ছেলে। ডাক্তার থেরাপির কথা বলছে।কিন্তু এখন অর্থের অভাবে আর ছেলের চিকিৎসা করাতে পারছি না। তাই যদি কোনো সংস্থা বা কোন স্বহৃদয় ব্যক্তি সাহায্য করেন তবে উপকৃত হবো।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *