শিলিগুড়ি, ২৪ এপ্রিলঃ মেশিনে কাটা গিয়েছে হাতের ৪টি আঙ্গুল।চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা।এই পরিস্থিতিতে ৭ বছরের ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি বাবা-মায়ের।
জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব হাতিয়াডাঙ্গা বাসিন্দা সঞ্জীব দাসের ছেলে রাজ দাস(৭)।চলতি বছরের জানুয়ারি মাসে অসাবধানতার কারনে চাউমিন কাটার মেশিনে ডান হাতের ৪টি আঙ্গুল কাটা পড়ে রাজের।সেইসময় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার পর তাকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।সেখানকার চিকিৎসকেরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।তবে বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।সেখানে রাজের অস্ত্রপচারের পর চিকিৎসকেরা দ্রুত প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দেন।বর্তমানে তাঁর জন্য প্রয়োজন দেড় থেকে দুলক্ষ টাকা।
এদিকে রাজের বাবা সঞ্জীব দাস চাউমিন ফ্যাক্টরীতে সামান্য বেতনের কাজ করেন।আর্থিক অবস্থা খুবই দুর্বল।কিভাবে ছেলের চিকিৎসা করবেন সেই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এই অবস্থায় সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন রাজের বাবা মা।কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে 9091727433 এই নম্বরে যোগাযোগ করুন।
সঞ্জীব দাস(বাবা)- 9091727433(M)
Bank details:-
Name- SANJIB DAS
Account No.- 34981099385
Branch- GHUGUMALI
IFSC Code- SBIN0012408
Type of Account- Savings
Google pay/Phonepay- 90917 27433