আলিপুরদুয়ার, ১২ জুনঃ ছেলের মারে মৃত্যু হল বৃদ্ধ বাবার।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলার পুকুরিয়া গ্ৰামে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম গাব্রিয়াল খড়িয়া(৭৪)।
জানা গিয়েছে, শনিবার রাতে ছেলে বিধান খড়িয়া(২৪) তার বাবাকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ।এরফলে অজ্ঞান হয়ে যায় বৃদ্ধ বাবা।পরবর্তীতে আত্মীয় ও প্রতিবেশীরা বৃদ্ধকে উদ্ধার করে যোশোডাঙ্গা গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করায়।সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় শামুকতলা থানায়।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ছেলে বিধান খড়িয়াকে গ্রেফতার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।