ফাঁসিদেওয়া, ২৩ মার্চঃ চিতাবাঘ শিকার করে ভুরিভোজ, ঘটনায় গ্রেফতার আরও এক ব্যক্তি।আত্মসমর্পণ করল মোট ১২জন।
প্রসঙ্গত, গত ১১ মার্চ ফাঁসিদেওয়ার ফৌজিজোতে চিতাবাঘের চামড়া ও নখ সহ ৩ যুবককে গ্রেফতার করে বনদপ্তর।এরপরই চিতাবাঘ শিকার করে মাংস খাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে।ঘটনার তদন্তে নেমে বুধবার সকালে ফাঁসিদেওয়া রাইলাইন এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করল ঘোষপুকুর বনদপ্তর।ধৃতের নাম সন্তোষ খালকো (৩৫)। একজন গ্রেফতার হওয়ার খবর ফাঁসিদেওয়ার কমলা চা বাগান এলাকায় পৌছাতেই এলাকার মোট ১২জন আত্মসমর্পণ করল ঘোষপুকুর বনবিভাগে।
এই বিষয়ে ঘোষপুকুরের বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গোটা ঘটনায় মোট চারজন গ্রেফতার হয়েছে।তবে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করায় তদন্তের কাজ সুগম হবে বলে জানান তিনি।