আলিপুরদুয়ার, ২৭ জানুয়ারিঃ আলিপুরদুয়ারে লোকালয় থেকে চিতল হরিণের শাবক উদ্ধার করল বনদপ্তর।
সোমবার দুপুরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি চিতল হরিণের শাবক লোকালয়ে চলে আসে।আলিপুরদুয়ার দুই ব্লকের ছোটো চৌকির বস এলাকায় ঘোরাঘুরি করতে থাকে শাবকটি।শাবকটি খুব ছোটো থাকায় ঠিকভাবে চলাফেরাও করতে পারছিল না।এলাকার বাসিন্দারা হরিণ শাবকটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়।
ঘটনাস্থলে সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হরিণ শাবকটিকে উদ্ধার করে।বনদপ্তর সুত্রে খবর, হরিণ শাবকটির বয়স মাত্র দশ দিন।এত ছোটো শাবক কিভাবে লোকালয়ে চলে এল তা খতিয়ে দেখছে বনদপ্তর।