চুরির অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার সহ একজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সঞ্জয় রায় ওরফে  লাদেন।


জানা গিয়েছে, কিছুদিন আগে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় ও মমতা পাড়া এলাকার পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।চুরি যায় সোনা ও রুপোর অলঙ্কার।ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার শান্তিপাড়া এলাকা থেকে সঞ্জয় রায় ওরফে  লাদেনকে গ্রেফতার করে।তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার।বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ