শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ এনজেপি থানা অন্তর্গত সিপাহীপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম রোহিত কান্তি, মহম্মদ বিপুল এবং টিঙ্কু ভূঁইয়া।
জানা গিয়েছে, সিপাহীপাড়ায় ওই বাড়ি থেকে সেলাই মেশিন, কাঁসার বাসনপত্র থেকে শুরু করে নানান সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা।ঘটনার অভিযোগ দায়ের করা হয় এনজেপি থানায়।সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলামোড় এবং জোরপাকুরি এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত সামগ্রী।
পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্ত এর আগেও চুরির অভিযোগে বেশকয়েকবার গ্রেফতার হয়েছিল।চুরি করাই তাদের একমাত্র পেশা।ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।