শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ পানিট্যাঙ্কি ফাঁড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।ধৃত মহিলার নাম বন্দনা বর্মন ওরফে সীমা।উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা।
জানা গিয়েছে, গত ১১ সেপ্টেম্বর পানিট্যাঙ্কি ফাঁড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।১২ সেপ্টেম্বর চুরির অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক।অভিযোগ করেন যে বাড়ির পরিচারিকা নগদ ২ লক্ষ ৮৯ হাজার টাকা এবং লক্ষাধিক টাকার সোনা ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে গিয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বন্দনা বর্মনের বাড়ির খোঁজ পায় পুলিশ।এরপর শনিবার রায়গঞ্জে পৌঁছে পরিচারিকাকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে।
আজ ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।