শিলিগুড়ি, ১২ মার্চঃ চুরির স্কুটি সহ দুজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ১০ মার্চ এনজেপি থানার অন্তর্গত বসুন্ধরা আবাসন থেকে একটি স্কুটি চুরি হয়।ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুটির মালিক।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই নৌকাঘাট এলাকা থেকে চুরির স্কুটি উদ্ধার করে পুলিশ।
ঘটনায় গ্রেফতার করা হয় মনমোতো বিশ্বাস ও সুর্য সিংহ।দুজনই আমবাড়ি ও বাড়িভাষার বাসিন্দা।ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।রবিবার দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।