শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ বদলি হলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অখিলেশ কুমার চতুর্বেদী।
রাজ্য সরকারের হোম এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সেখানে জানানো হয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিআইজি পদে বদলি হচ্ছেন।অন্যদিকে শিলিগুড়িতে আসছেন কলকাতার জয়েন্ট সিপি অখিলেশ কুমার চতুর্বেদী।
শিলিগুড়ির পুলিশ কমিশনার হিসেবে আসার পর ঢেলে কমিশনারেটকে সাজানোর পরিকল্পনা নেন গৌরব শর্মা।উইনার্স বাহিনী আনেন।এছাড়া প্রবীন নাগরিকদের জন্য সম্মানের বাড়ি করেন।পুলিশ কর্মীদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট, ক্যান্টিন পরিষেবা শুরু করেন।ট্র্যাফিক গার্ডগুলিকে নতুন করে সাজান।বেশকিছু নতুন পরিষেবা আনা হয়।দুঃস্থ শিশুদের জন্য ই-শিক্ষা শুরু করেন।যার মাধ্যমে বিনামূল্যে কম্পিউটার শিখতে পারে শিশুরা।শহরে মাদকের কারবার রুখতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন কমিশনার গৌরব শর্মা।