শিলিগুড়িতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ আজ জাতীয় কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা দিবস।দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।


বুধবার শিলিগুড়ির হাসমি চকে কংগ্রেসের জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিনটি পালন করা হয়।প্রথমে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার।এরপর ছাত্র ও যুব দলের পতাকা উত্তোলন করেন শাহানাবাজ হুসেন ও রোহিত তিওয়ারি।

এই বিষয়ে জেলা সভাপতি শঙ্কর মালাকার জানান, ভারতের ইতিহাস মানে কংগ্রেসের ইতিহাস।দেশের উন্নয়ন থেকে শুরু করে সমস্ত অবদান কংগ্রেসের।কংগ্রেসের বীর যোদ্ধাদের জন্য দেশ স্বাধীন হয়েছিল।কিন্তু বর্তমান সরকার ভারতকে আবার পরাধীন বানিয়ে দিয়েছে।আজ রাহুল গান্ধী যখন এই দেশকে বাঁচানোর লড়াইয়ে পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরিয়েছেন তখন নানান কৌশল করে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।কিন্তু সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছেন তারা রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবণ মজুমদার, রাজেশ যাদব,তপন পাইন,সদান্দন দাস, গোপাল সরকার,  রুমা নাথ সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *