কোচবিহার আদালত থেকে উদ্ধার তাজা গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

কোচবিহার, ১২ ফেব্রুয়ারিঃ কোচবিহার আদালতের মালখানা থেকে গাঁজার প্যাকেটে তাজা গ্রেনেড উদ্ধার।রবিবার তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী।


জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি মালখানা পরিষ্কার করার সময় একটি গাঁজার প্যাকেটে তাজা গ্রেনেড পাওয়া যায়।আর্মি গ্রেনেড হওয়ায় খবর দেওয়া হয় বিন্নাগুড়ি আর্মি ক্যান্টনমেন্টে।রবিবার সকালে সেনাবাহিনীর অফিসার ও জওয়ানরা পৌঁছে গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে।

এদিকে কিভাবে গাঁজার প্যাকেটে সেনাবাহিনীর ব্যবহার করা তাজা গ্রেনেড এল তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis