বাড়ছে সংক্রমণ, স্যানিটাইজ করা হল কোচবিহারের পুন্ডিবাড়ি বাজার

কোচবিহার, ৯ আগস্টঃ কোচবিহার ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও দমকলের উদ্যোগে রবিবার কোচবিহারের পুন্ডিবাড়ি বাজার এলাকা স্যানিটাইজ করা হল।


সূত্রের খবর, কোচবিহার জেলার সাথে সাথে  পুন্ডিবাড়িতে ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই পুন্ডিবাড়িতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় বেশ কয়েকটি কন্টাইনমেন্ট জোন করা হয়েছে।

কোচবিহার ২ নম্বর ব্লকের মধ্যে সবচেয়ে বড় বাজার পুন্ডিবাড়ি বাজার।এই বাজারে প্রচুর মানুষের ভিড় হয়।এরফলে বাজার থেকে সংক্রমণ আশঙ্কা রয়েছে।এই কারণে আজ গোটা বাজার জীবাণুমুক্ত করা হল।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom