মুখ্যমন্ত্রী বললেন ‘বঙ্গভঙ্গ নয়’, অনন্ত মহারাজের দাবি ‘কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে’

শিলিগুড়ি, ১৯ অক্টোম্বরঃ বঙ্গভঙ্গ রুখতে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে একত্রে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চেই ছিলেন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কিন্তু মঞ্চে যখন মুখ্যমন্ত্রী বললেন কোনও ভাগাভাগি নয়। বঙ্গভঙ্গ নয়। তখন অনুষ্ঠান শেষে অনন্ত মহারাজ বললেন, কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে। কেন্দ্রীয় সরকার কোচবিহারকে আলাদা রাজ্য করতে যাচ্ছে। আর তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হল।


 বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অনন্ত মহারাজকে। মঞ্চে বক্তব্য রাখেন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয়। কিন্তু অনুষ্ঠান শেষে অনন্ত মহারাজ ফের একবার কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি করেন। এদিন তিনি জানান, কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে নয়। কোচবিহার পশ্চিমবঙ্গের বাইরে। কেন্দ্রীয় সরকার কোচবিহারকে আলাদা রাজ্য করতে যাচ্ছে।

এদিন অনন্ত মহারাজের এমন মন্তব্যের সময় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পাশে ছিলেন। তিনি বলেন, এমন বিতর্কিত বিষয়ের উত্তর দিতে চাইনা।মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে সরকারিভাবে আমন্ত্রণ করেছিলেন। এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *