করোনা আক্রান্ত ও তার পরিবারের জন্য খাবার পৌঁছে দিতে উদ্যোগী শিলিগুড়ির অনামিকা

শিলিগুড়ি, ১১ মেঃ পরিবারের দায়িত্ব তো সামলাচ্ছেনই পাশাপাশি দায়িত্ব নিয়েছেন করোনা আক্রান্ত মানুষ ও তাদের পরিবারেরও।শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দপল্লীর বাসিন্দা অনামিকা মুখার্জি, তার তৈরি খাবার পৌঁছে যাচ্ছে মেডিক্যাল, হাসপাতাল সহ শহরের বিভিন্ন জায়গায়।খাবার তৈরি করে দেওয়ার দায়িত্ব তার আর সেই খাবার ছুটে ছুটে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা।


পেশায় ব্যবসায়ী অনামিকা মুখার্জির মা ও ছেলেকে নিয়ে ছোট্ট সংসার।করোনার জেরে বন্ধ রয়েছে তার ব্যবসা।অতিমারি পরিস্থিতিতে বাইরে বেরোনোও সম্ভব নয়।তাই বাড়িতে বসেই করোনা আক্রান্তদের এইভাবে সাহায্য করার প্রয়াস নিয়েছেন তিনি।সম্পূর্ণ নিখরচায় তিনি রান্না করছেন করোনা আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের জন্য।

নিউট্রিশনিস্টের সাহায্যে তিনি চার্ট বানিয়ে ফেলেছেন এই সময় কি কি খাবার প্রয়োজন রয়েছে।সেই অনুযায়ী একা হাতেই ভাত, মুসুর ডাল, সবজি, মাছ, ডিম, মাংস, নিরামিশ সবই তিনি রান্না করে চলেছেন কোনো বিরক্তি ছাড়াই।কাজের জন্য সহকারী হিসেবে সাথে রেখেছেন একজনকে।


অনামিকা মুখার্জি জানান, দিনভর ফোন আসছে।শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফোন আসছে।একা হাতে যতটুকু সম্ভব তিনি করে যাচ্ছেন।এই কাজে খরচও প্রচুর, তাই অনেকেই সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন।তিনি জানান দিনশেষে যখন ফোন করে রোগী বা তার পরিবার খাবারের প্রশংসা করে তখনই তার সবচেয়ে বড় প্রাপ্তি হয়।

One thought on “করোনা আক্রান্ত ও তার পরিবারের জন্য খাবার পৌঁছে দিতে উদ্যোগী শিলিগুড়ির অনামিকা

  1. সুব্রত মুখোপাধ্যায় says:

    খুবই ভাল লাগল, এগিয়ে যাও.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *