দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ লক্ষ ১৯ হাজার, মৃত ২০,১৬০

দিল্লি, ৭ জুলাইঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ লক্ষ ১৯ হাজার।গত ২৪ ঘণ্টায় ২২,২৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।মোট আক্রান্তের সংখ্যা ৭,১৯,৬৬৫।মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে।মোট মৃতের সংখ্যা ২০,১৬০।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৫৯,৫৫৭।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪,৩৯,৯৪৮ জন।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,১১,৯৮৭।তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১,১৪,৯৭৮।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২৩ জন।গুজরাতে আক্রান্ত ৩৬,৭৭২।উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ২৮,৬৩৬।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinocasinobahis