জলপাইগুড়িতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বিকল্প হাসপাতাল তৈরির পরিকল্পনা জেলা স্বাস্থ্যদপ্তরের 

জলপাইগুড়ি, ২২ জুলাইঃ জলপাইগুড়ি জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরফলে হিমশিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরকে। জেলায় সমস্ত করোনা হাসপাতালে ইতিমধ্যেই ভরতি। এরফলে বিকল্প করোনা হাসপাতাল করার জন্য জায়গা খোঁজা শুরু করলো জেলা স্বাস্থ্যদপ্তর।


জানা গিয়েছে, বুধবার জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন।

এদিনের বৈঠকে ঠিক হয় যে উপসর্গহীন করোনা রোগীদের এখন থেকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হবে। প্রতিদিন যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলায় তাতে হিমশিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্যদপ্তরকে। জলপাইগুড়ি করোনা হাসপাতাল গুলিতে রোগীদের ভিড়ে সমস্ত বেড ভর্তি হয়ে গেছে। এই কারণেই ফের করোনা হাসপাতাল করার জন্য নতুন জায়গার খোজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *