করোনা আতঙ্কে যুবতিকে ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ,তদন্তে শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ জ্বর হওয়ায় করোনা আতঙ্কে ভাড়াটে যুবতিকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাড়ি মালিকের বিরুদ্ধে।শিলিগুড়ির প্রধাননগর থানার ধূপ কোম্পানি এলাকার ঘটনা।


জানা গিয়েছে,ওই যুবতি উত্তর সিকিমের ডিকচুর বাসিন্দা।কর্মসূত্রে গত জানুয়ারি মাসে ধূপ কোম্পানি এলাকায় একটি বাড়ি ভাড়া নেন ওই যুবতি।যুবতির সাথে তার দুই বান্ধবীও থাকতেন।কিন্তু লকডাউন ঘোষণা হতেই তারা বাড়ি চলে যায়।ফলে এখানে একাই ছিলেন ওই যুবতি।সম্প্রতি জ্বরে আক্রান্ত হয় ওই যুবতি।অভিযোগ,তখন তাকে বাড়ি থেকে বের করে দেন বাড়ি মালিক হিরেন দে।এরপর বন্ধুদের সহযোগিতায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি হন ওই যুবতি।সেখানে চিকিৎসকেরা জানান যে যুবতির সাধারণ জ্বর হয়েছে।কিন্তু অভিযোগ,এরপরেও ভাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি যুবতিকে।

এদিকে বিষয়টি জানার পর যুবতির পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।বাড়ির মালিকের বিরুদ্ধে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাইচুং ভুটিয়া।অভিযোগ পাওয়ার পরই বাড়ির মালিক হিরেন দে’কে সতর্ক করে দেয় পুলিশ।পাশাপাশি যুবতিকে থানায় যোগাযোগ করতে বলা হয় এবং পুলিশের তরফে জানানো হয় যে যুবতিকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।কিন্তু এরপরেও ওই যুবতি থানায় কোনও যোগাযোগ করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি জোন-২ কুনওয়ার ভূষণ সিং সংবাদমাধ্যমকে বলেন, অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বাড়ি মালিক হিরেন দে জানিয়েছেন,সমস্ত অভিযোগ মিথ্যে।জ্বর থাকায় ওই যুবতিকে কিছুদিন পরে বাড়ি আসতে বলেছিলাম।

সূত্রের খবর,বর্তমানে পাহাড়িয়া ভবনে রয়েছে ওই যুবতি।গতকাল জিটিএ চেয়ারম্যান অনিত থাপা পাহাড়িয়া ভবনে গিয়ে যুবতির সাথে কথা বলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ