৬ নম্বর ওয়ার্ডের করোনামুক্ত ফল বিক্রেতাকে খাদ্যসামগ্রী তুলে দিলেন ব্যবসায়ী নিরঞ্জন সরকার

শিলিগুড়ি, ২৮ মেঃ শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী না করে সেই অর্থ দিয়ে ৬ নম্বর ওয়ার্ডের করোনামুক্ত ফল বিক্রেতাকে ১ মাসের খাদ্যসামগ্রী তুলে দিলেন ৬ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী নিরঞ্জন সরকার।জানা গিয়েছে, এদিন খালপাড়া ফাঁড়ির ওসি সন্দীপ দত্তের উপস্থিতিতে ৫ রকমের ফল সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় পরিবারটিকে।


ফল বিক্রেতা জানান, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে সামাজিক বয়কটের শিকার হচ্ছেন তারা।বাড়িতে ৭ জনের পরিবার।এই পরিস্থিতিতে কি করে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।এদিন খাদ্যসামগ্রী পেয়ে খুশি ওই ফল বিক্রেতা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom