জলপাইগুড়িতে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা প্রদান শুরু

জলপাইগুড়ি,২১ মার্চঃ সোমবার থেকে জলপাইগুড়ি জেলায় শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা প্রদান প্রক্রিয়া।জেলার বিভিন্ন ব্লকে দুটি করে বিদ্যালয়কে প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে এই টিকা প্রদানের জন্য৷আজ জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ও জলপাইগুড়ি সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে টিকা৷পরবর্তীতে অন্যান্য বিদ্যালয়গুলিতে শুরু হবে এই টিকা প্রদানের কাজ৷  


এদিকে এদিন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে বিদ্যালয়ের সিল মেরে টিকা দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়।অভিযোগ, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের টিকা দেওয়ার আগে হাতে বিদ্যালয়ের সিল লাগিয়ে দেওয়া হচ্ছে।যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্দেশ মেনেই তা করা হচ্ছিল।অন্যদিকে বিষয়টি জানতে পেরে সেখানে যান সদর মহকুমাশাসক সুদীপ পাল, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল  ও ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি৷এরপরই বন্ধ করে দেওয়া হয় ছাত্রীদের হাতে সিল মারা৷তার পরিবর্তে হাতে একটি করে লাল দাগ দিয়ে ছাত্রীদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *