দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১১ লক্ষ, ৯২ হাজার

দিল্লি, ২২ জুলাইঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১, ৯২, ৯১৫। গত ২৪ ঘণ্টায় ৩৭, ৭২৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৮,৭৩২। গত ২৪ ঘণ্টায় ৬৪৮ জনের মৃত্যু হয়েছে।


বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪,১১,১৩৩। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৫৩,০৫০। দেশে সুস্থতার হার ৬৩ শতাংশ।
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, ২৭, ০৩১। তামিলনাড়ুতে আক্রান্ত বেড়ে ১,৮০,৬৪৩। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,২৫,০৯৬। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৫০,৩৭৯। উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ৫৩,২৮৮।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis