শিলিগুড়ি, ১ মেঃ প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ।দেশের পরিস্থিতি উদ্বেগজনক।গত ২৪ ঘণ্টায় দার্জিলিং জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০৮।এর মধ্যে শিলিগুড়ি পুরনিগমের কিছু ওয়ার্ডে আক্রান্ত ১৯৭ জন,দার্জিলিং পৌরসভায় ৫ জন, কার্শিয়াং পৌরসভায় ১৩ জন, সুকনায় ১২ জন, মিরিকে ৭ জন, বিজনবাড়িতে ৮ জন, সুখিয়াপোখরিতে ৩ জন, তাকদায় ৭ জন, মাটিগাড়ায় ৬৮ জন, খড়িবাড়িতে ২৫ জন, নকশালবাড়িতে ২৭ জন ও ফাঁসিদেওয়ায় ৩৬ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে দার্জিলিং জেলা ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে শিলিগুড়ি পুরনিগম এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৭ জন।দার্জিলিং জেলায় এদিন ৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।