‘কন্যা সন্তান রক্ষা’র বার্তা নিয়ে ৩ হাজার কিলোমিটার সাইকেল যাত্রা পাঞ্জাব পুলিশের দুই কর্মীর   

শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর পাশাপাশি ‘ড্রাগ ফ্রী ইন্ডিয়া’ ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ৩ হাজার কিলোমিটার সাইকেল যাত্রা পাঞ্জাব পুলিশের ২ কর্মীর।


এই যাত্রা পথে তাদের সঙ্গে রয়েছে আরও দুই সহকর্মী।মোট ৪ জনের একটি দল।গত ১১ নভেম্বর আমেদাবাদ থেকে শুরু হয় তাদের যাত্রা।একে একে পাড়ি দিয়েছেন মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ,বিহার।বর্তমানে শিলিগুড়িতে এসে পৌঁছেছেন তারা।এরপর ইটানগর, অরুণাচল প্রদেশ  যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করাই তাদের লক্ষ্য।সাইকেল চালিয়ে প্রতি দুঘণ্টা অন্তর অন্তর নির্দিষ্ট কোন জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন তারা।পাশাপাশি পরিবেশ রক্ষার্থে বিভিন্ন জায়গায় গাছের চারাও রোপণ করছেন।


পাঞ্জাব পুলিশ কর্মী গুরসেপ সিং জানান, তাদের এই  যাত্রার নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাবের আইপিএস অফিসার ডি সুধর উইলি।তিনটি উদ্দেশ্য নিয়েই আমরা এই যাত্রায় পাড়ি দিয়েছি।প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গাছের চারা লাগিয়ে পরিবেশকে রক্ষা করার লক্ষ্য রেখেছি।

তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রামে গিয়ে দরিদ্র শিশুদের বই-খাতা বিতরণ করেছেন এবং ছোট কর্মশালার আয়োজন করেছেন।তারা দিনে প্রায় ১০০ থেকে ১১০কিলোমিটার সাইকেল চালান।সকাল সাতটা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলে সাইকেল যাত্রা।তাদের এই যাত্রা পথে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ সহায়তা করছেন বলে জানিয়েছেন তারা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *