শিলিগুড়ি, ৮ জুলাইঃ ভোট ঘিরে যখন দিনভর রাজ্যজুড়ে চললো সন্ত্রাস।অন্যদিকে ডাবগ্রাম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিকাশনগর এলাকায় ১৯/৪ নম্বর বুথে ধরা পড়লো অন্য ছবি।উৎসবের মেজাজে হল ভোট।
বর্তমানে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।এদিন ভোটগ্রহণ কেন্দ্র থেকে কিছুটা দূরত্বে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং নির্দল প্রার্থীর সমর্থকেরা অস্থায়ী ক্যাম্প করার দৃশ্য দেখা যায়।সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।এই এলাকায় অশান্তির কোন খবর নেই। ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে বিকাশ নগর এলাকার মানুষ প্রমাণ করলেন কোনো হিংসা ছাড়াই নির্বাচন হতে পারে।