ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম ছাত্রী,পথ অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাসিন্দাদের

রাজগঞ্জ,৮ জুনঃ রাজগঞ্জের আমবাড়ি – চেউলিবাড়ি রাস্তায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম  হল এক ছাত্রী।ঘটনার পর রাস্তা অবরোধ করে এলাকায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা।আহত ছাত্রীর নাম রিয়া রায়।সে সপ্তম শ্রেণীতে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রিয়া টিউশন পড়ে আমবাড়ি-চেউলিবাড়ি পাকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। সেইসময় একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এদিকে ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে ডাম্পারটিকে নিয়ে পালিয়ে যায় চালক।এরপরই স্থানীয় বাসিন্দারা আমবাড়ি – চেউলিবাড়ি পাকা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।পাশাপাশি ওই রাস্তায় চলাচলকারী ডাম্পার গুলিকে আটকে দেওয়া হয়।

বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশো বালি – পাথর বোঝাই ডাম্পার চলাচল করে। ডাম্পারের জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। এদিন ফের দুর্ঘটনা হওয়ায় বাসিন্দারা এই পথে ডাম্পার চলাচল বন্ধ রাখার দাবি তোলেন।আমবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের দাবিতে অনড় থাকেন। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *