কালচিনি,৬ অক্টোবরঃ দশমীর রাতে কালচিনি ব্লকের হাসিমারার সুভাষিনি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শুভদীপ পাল (২৭)।কালচিনি ব্লকের নিমতী চৌপতি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে শুভদীপ বাইকে করে নিমতী থেকে মাদারিহাটের দিকে যাচ্ছিল। হাসিমারার সুভাষিনি এলাকায় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয় শুভদীপ।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসিমারা এয়ার ফোর্স হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।বৃহস্পতিবার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।