ডায়াবেটিস সচেতনতা নিয়ে ১৬ ফেব্রুয়ারী হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা

শিলিগুড়ি,১৪ ফেব্রুয়ারিঃ ডায়াবেটিস সচেতনতা নিয়ে আয়োজিত হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইড এর তরফে ১৬ই ফেব্রুয়ারী এই প্রতিযোগিতা হতে চলেছে। শিলিগুড়ি চেকপোস্ট পিবিআর টাওয়ার এর সামনে থেকে এই প্রতিযোগিতা শুরু হবে এরপর পানিট্যাংকি মোড় হয়ে আবার চেকপোস্ট পিবিআর মোড়েই এসে শেষ হবে। ৬.৫ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহন করতে চলেছে।


সারা রাজ্য থেকেই প্রতিযোগীরা অংশগ্রহন করতে চলেছে। বিজয়ীদের জন্য থাকবে বিভিন্ন পুরস্কার। প্রতিযোগিতার দিন ভোর ৬.৩০ টা থেকে পিবিআর টাওয়ারেই চলবে রেজিস্ট্রেশন। ফি হিসেবে ২০০ টাকা নেওয়া হচ্ছে যার বদলে সকলের জন্য থাকবে ব্রেকফাস্ট, টিশার্ট এবং টুপি এবং ফ্রি মেডিক্যাল চেকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গৌতম দেবের উপস্থিত থাকার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *