শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ ফ্রিজে শর্ট সার্কিট থেকে আগুন।পুড়ে ছাই একটি বাড়ি।শিলিগুড়ির দেবীডাঙ্গা বাজার সংলগ্ন এলাকার ঘটনা।
জানা গিয়েছে, আজ সকালে দেবীডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় ফ্রান্সিস নামে এক ব্যক্তির বাড়িতে ফ্রিজে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে।দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও ঘরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়।ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়।