ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ পুরনিগম, অভিযোগ বিরোধী দলনেতা অমিত জৈনের

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ শহরে দিনের পর দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।তবে ডেঙ্গু মোকাবিকায় ব্যর্থ পুরনিগম।শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা অমিত জৈন।


শনিবার ডেঙ্গুর প্রকোপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরনিগমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অমিত জৈন ।তিনি বলেন, শিলিগুড়ির নিকাশি ব্যবস্থা খারাপ।বিভিন্ন কনস্ট্রাকশন এলাকা গুলোতে বহুদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে।সেখানে জল জমে থাকার ফলে মশা বৃদ্ধি পাচ্ছে।পুরনিগমের তরফে সচেতনতা অভিযান তেমনভাবে করা হচ্ছে না।এরফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।তিনি আরও বলেন, রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা করা হোক।

অন্যদিকে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, পুরনিগমের অন্তর্গত সমস্ত ওয়ার্ড গুলোর মধ্যে ৪ ও ৫নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি নোংরা।ড্রেনগুলো ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না।এই এলাকাগুলোতে ডেঙ্গু সংক্রমণের হার বেশি।সেই ওয়ার্ডগুলিতে কাজ করার দায়িত্ব কাউন্সিলরের।কাউন্সিলরদের আরও সচেতন হতে হবে।তবেই আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *