ডেঙ্গি রোধে ব্যর্থ পুরনিগম! অভিযোগ নিয়ে আন্দোলনে বিজেপি

শিলিগুড়ি, ১ নভেম্বরঃ ডেঙ্গি রোধে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগম৷ মঙ্গলবার পুরনিগমের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব৷


শহরে হু হু করে ডেঙ্গি ছড়াচ্ছে, মৃত্যুও হচ্ছে বাসিন্দাদের৷ এমন অবস্থায় ডেঙ্গি নিয়ে পুরনিগম কোনও কাজ করছে না বলে অভিযোগ বিরোধীদের৷

মঙ্গলবার সেই অভিযোগ নিয়েই পুরনিগমের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা৷এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি আনন্দময় বর্মণ সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন৷পুরনিগমের গেটের সামনে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা৷এছাড়াও মেয়রের পদত্যাগের দাবিতে সরব হন তারা৷


বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, যেভাবে শিলিগুড়িতে ডেঙ্গি বাড়ছে তাতে শহরবাসী আতঙ্কে রয়েছেন৷কিন্তু পুরনিগম কোনও কাজ করছে না৷ডেঙ্গি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷

জেলা সভাপতি ও বিধায়ক আনন্দময় বর্মনও পুরনিগমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *