শিলিগুড়ি, ৭ জনঃ ডেঙ্গি মোকাবেলায় স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ডঃ সুশান্ত রায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডেঙ্গির সংক্রমণ বাড়ছে।জলপাইগুড়ি জেলায় বেশি সংক্রমণ ধরা পড়েছে।এই কারণে মঙ্গলবার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় জরুরি বৈঠক করেন ওএসডি ডঃ সুশান্ত রায়।
এদিন তিনি বলেন, ডেঙ্গি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এলাকায় জল যাতে না জমে, সেদিকেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।