দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ২৫ হাজার,  মৃতের সংখ্যা ৩, ৭২০

দিল্লি, ২৩ মেঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৫ হাজার ১০১। গত ২৪ ঘণ্টায় ৬, ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, ৭২০। গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৯, ৫৯৭। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫১, ৭৮৩ জন। 


এদিকে মহারাষ্ট্রে আক্রান্ত বেড়ে ৪৪, ৫৮২।তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৪, ৭৫৩।গুজরাতে আক্রান্ত বেড়ে ১৩, ২৬৮।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১২, ৩১৯।রাজস্থানে আক্রান্ত ৬, ৪৯৪। মধ্যপ্রদেশে আক্রান্ত ৬, ১৭০। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৫, ৭৩৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş