দেশে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই, আক্রান্তের সংখ্যা ৫৯,৬৬২

দিল্লি, ৯ মেঃ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১, ৯৮১। গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৬৬২। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৩২০ জন। এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৯, ৮৩৪। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৭, ৮৪৬ জন। 


করোনা সংক্রমণের দিক থেকে মহারাষ্ট্রের অবস্থা উদ্বেগজনক। মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৭৩১। আক্রান্তের সংখ্যা ১৯,০৬৩। গুজরাতে আক্রান্ত ৭, ৪০২। দিল্লিতে আক্রান্ত বেড়ে ৬, ৩১৮। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৬,০০৯। রাজস্থানে আক্রান্ত ৩,৫৭৯। মধ্য প্রদেশে আক্রান্ত ৩, ৩৪১ জন।

এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৭৮৬ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১০৮ জন।মৃতের সংখ্যা ৯৯।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১, ২৪৩ জন,জানালেন স্বরাষ্ট্রসচিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomjojobet girişjojobetholiganbet girişCasibomizmir escortholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom giriş