খড়িবাড়ি, ১৮ নভেম্বরঃ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল দেশভ্রমণের।সেই ইচ্ছেকে পূরণ করতেই সাইকেল নিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন ঝাড়খন্ডের অধিরাজ বড়ুয়া।গৌতম বুদ্ধের শান্তির বাণী দেশের সর্বত্র ছড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় একতা, পরিবেশ রক্ষা ও বাল্য বিবাহ বন্ধের বার্তাও দিচ্ছেন তিনি।
২০২১ সালের পয়লা অক্টোবর থেকে দেশভ্রমণে বেরিয়েছেন অধিরাজ।ইতিমধ্যেই ২৪টি রাজ্য অতিক্রম করে শুক্রবার খড়িবাড়িতে পৌঁছান অধিরাজ।সেখানে পানিট্যাঙ্কি রুরাল ডেভলপমেন্ট ও এডুকেশনাল সোসাইটির তরফে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।খড়িবাড়ি থেকে ইতিমধ্যেই সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।সিকিম, অসম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারত হয়ে আগামীবছর ১লা মার্চে ঝাড়খণ্ডে ফিরবেন।
অধিরাজ বড়ুয়া জানান, বাবার কাছে থেকে দেশভ্রমণের কথা শুনেছি।দেশের সৌন্দর্যের কথা শুনেই দেশভ্রমণে বের হই।তাছাড়া ছোটবেলা থেকে ইচ্ছে ছিল।সেই ইচ্ছেমত সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি।গৌতম বুদ্ধের শান্তির বাণী ছড়িয়ে দিয়ে রাষ্ট্রীয় একতা, পরিবেশ রক্ষা ও বাল্য বিবাহ বন্ধ করার বার্তা দিচ্ছি।আগামীদিনে দেশের বাইরে যাওয়ারও ইচ্ছা রয়েছে।