প্রকাশ্যে মদ্যপান করার বিরোধিতা করায় ব্যক্তিকে মারধর, চাঞ্চল্য শিলিগুড়িতে

শিলিগুড়ি,৪ এপ্রিলঃ প্রকাশ্যে মদ্যপান করার বিরোধিতা করায় ব্যক্তিকে মারধর।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে।আহত ব্যক্তির নাম প্রসেনজিৎ সেন।৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।


জানা গিয়েছে,কিছুদিন আগে স্থানীয় কাউন্সিলর অফিসের পাশে বসে প্রকাশ্যে মদ্যপান করছিলেন কয়েকজন।সেইসময় ঘটনার বিরোধিতা করেছিলেন প্রসেনজিৎ সেন।অভিযোগ, বুধবার রাতে স্কুটিতে করে আসছিলেন প্রসেনজিৎ সেন এবং তার ভাই। সংহতি মোড় এলাকায় তিনজন ব্যক্তি তার স্কুটি দাড় করায় এবং তাদের মারধর করে বলে অভিযোগ।ঘটনার পর দুজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর প্রসেনজিৎ সেনকে ছেড়ে দেওয়া হলেও তার ভাইয়ের চোট গুরুতর থাকায় তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে।

প্রসেনজিৎ সেন জানান, হোলির কয়েকদিন পরে স্থানীয় কাউন্সিলর এর অফিসের পাশে প্রকাশ্যে মদ্যপান করছিলেন কয়েকজন।সেই ঘটনার বিরোধিতা করেছিলেন তিনি।বিষয়টি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল।এরপর বুধবার রাতে তিনি এবং তার ভাই স্কুটিতে করে ফিরছিলেন।সেইসময় সংহতি মোড় এলাকায় কয়েকজন তাদের পথ আটকে চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।আশিঘর ফাঁড়িতে এই বিষয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni