স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ৩১ আগস্টঃ স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর‌ ব্লকের মন্ডলঘাট সংলগ্ন নন্দনপুর এলাকায়।


গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল।শনিবার সকালে আচমকাই সত্যরঞ্জন সরকার ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী চিনু সরকারকে এলোপাথারি কোপ মারতে থাকে।মাকে বাঁচাতে এগিয়ে আসে মেয়ে।সেইসময় মেয়ে তনু সরকারকেও কোপায় ব্যক্তি।

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা।তবে তাদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপতালে নিয়ে যাওয়া হয়।


খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপতালে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ও পরিবারের সদস্যরা।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO