৮ জানুয়ারী সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে শিলিগুড়িতে SUCI(C) এর মিছিল

শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ কেন্দ্র সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, রেল, ব্যাংক, পেট্রোলিয়াম সহ ৪৬টি রাষ্ট্রীয় সংস্থাকে বেসরকারী করণের প্রতিবাদে ও এনআরসি, সিএএ এবং এনপিআর বাতিলের দাবি, জেএনইউ এর পাশবিক আক্রমণের বিরুদ্ধে ১২ দফা দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।


এই ধর্মঘটকে সফল করতে মঙ্গলবার শিলিগুড়িতে SUCI(C) একটি মিছিল বের করে।মিছিলটি শিলিগুড়ির কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং শহরের প্রধান প্রধান মোড় গুলিতে পথসভা করা হয়।  

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন SUCI(C) দার্জিলিং জেলার সম্পাদক গৌতম ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য সহ অন্যান্য সদস্য সদস্যরা।


SUCI(C) দার্জিলিং জেলার সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান, ১০টি ট্রেড ইউনিয়নের ডাকে আগামী ৮ জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থন করছেন তারা। আজ এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে ধর্মঘটের সফল করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *