কিশোরীকে ধর্ষন ও খুনের প্রতিবাদে রণক্ষেত্র চোপড়া

ইসলামপুর, ১৯ জুলাইঃ কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল চোপড়ায়। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয়। জ্বালানো হয় সরকারি বাস। 


জানা গিয়েছে, গত শনিবার রাতে সদ্য মাধ্যমিক পাশ এক কিশোরীকে বাড়ি থেকে অপহরনের পর তাকে প্রথমে গণধর্ষণ এবং পরে খুন করে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যসড়ক ও পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় উত্তেজিত জনতার পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে।

মৃতার পরিবারের অভিযোগ, রাত থেকেই কিশোরী নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর আজ সকালে একটি বটগাছের নীচে তার মৃতদেহ উদ্ধার হয়। কিশোরীকে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এই বিষয়ে দাসপাড়া গ্রাম সভা কমিটির কনভেনার অসীম বর্মন জানান, এই ঘটনায় কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যেখানে মৃতদেহ উদ্ধার হয় সেখানে দুটি সাইকেল, আধার কার্ড, দুটি ছাতা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এখান থেকেই পুলিশ তদন্তের কিনারা করতে পারবে বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *