অ্যাপে মিলবে সরকারি সুবিধা, ‘দিদির দূত’ অ্যাপের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


নিউজ ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে জনমুখী প্রকল্পে আরও জোর দিল তৃণমূল কংগ্রেস। একটি অ্যাপের মাধ্যমেই এবার মিলবে ১৫টি সরকারি প্রকল্পের সুবিধা। আজ কলকাতায় নজরুল মঞ্চে দলীয় কর্মী সন্মেলন থেকে ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূতের কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।


এদিকে দুয়ারে সরকারের পর শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’। এই কর্মসূচির অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। সাধারণ মানুষের সাথে কথা বলে জানাবেন সরকারি প্রকল্পের বিভিন্ন বিষয়গুলি। এই কর্মসূচী চলবে ৬০ দিন। এই কর্মসূচীর আওতায় ৩০০ জন রাজ্যস্তরের তৃণমূল নেতা ১০ দিন করে বিভিন্ন গ্রামে গিয়ে রাত্রিযাপন করবেন। চলবে জনসংযোগ পর্ব।

এরপর সেখানে পৌঁছবে দিদির দূতেরা। সরকারি প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কিনা সেই বিষয়ে মানুষের সাথে কথা বলবেন। প্রায় সাড়ে তিন লক্ষ দিদির দূত সরাসরি পৌঁছে যাবেন ১০ কোটি রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş