ফাঁসিদেওয়া, ১৬ জানুয়ারিঃ ‘দিদির দূত’ হয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন সকালে কর্মসূচিতে বেরিয়ে চা বানিয়ে ট্রাফিক ও স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ালেন তিনি।
জানা গিয়েছে, দার্জিলিং জেলায় আজ থেকে শুরু হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।এদিন সকাল সকাল বেরিয়ে পড়েন সভানেত্রী।চা বানিয়ে ট্রাফিক ও স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ান, এরপর জগন্নাথপুর এলাকায় মা কালীর মন্দিরে পুজো দেন তিনি।পরে বুধারিগাও এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।পাশাপাশি মুরালীগছ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
আজ দিনভর এই কর্মসূচি রয়েছে তার।পাশাপাশি দলীয় এক কর্মীর বাড়িতেই রাত্রিযাপন করবেন বলে পাপিয়া ঘোষ।এদিনের কর্মসূচিতে ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল সভাপতি কাজল ঘোষ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।