দিনহাটায় স্কুলের পাশে তাজা বোমা উদ্ধার, আতঙ্কে বাসিন্দারা

কোচবিহার, ৭ ডিসেম্বরঃ কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ির মুন্সিরহাট এলাকায় স্কুলের পাশে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।আতঙ্কে এলাকার মানুষ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দিনহাটার মুন্সিরহাট বাজারের পাশে একটি তাজা বোমা ও বোমার সুতলি দেখতে পান এলাকার বাসিন্দারা।এলাকার পাশে দুটি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে।বোমা দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।বোমা ও বোমার সুতলি  উদ্ধার করেছে পুলিশ।

কে বা কারা কি উদ্দেশ্যে জনবহুল এলাকায় বোমা রেখে গিয়েছে তার তদন্ত নেমেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom giriş