দশ দিনে বদলে যাবে শিলিগুড়ি! রূপ ফেরাতে কড়া পদক্ষেপ পুরনিগমের 

শিলিগুড়ি, ২৫ মেঃ দশদিনের মধ্যে বদলে যাবে শিলিগুড়ি। এমনই টার্গেট নেওয়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমের তরফে। দশদিনের মধ্যে শহরকে এক অন্যরূপ দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে।
শিলিগুড়ি শহরের যে প্রান্তেই যাবেন না কেন দেখা যাবে চোখের সামনে ঢাউস ঢাউস বিজ্ঞাপনের সব হোর্ডিং। সেই হোর্ডিংয়ের জেরে শহরের দৃশ্যদূষণ হচ্ছে। সেইসবের বিরুদ্ধে এবার দশ দিনের টার্গেট নিয়ে ময়দানে নেমেছে পুরনিগম। বেআইনি হোর্ডিংগুলিকে খুলে দিয়ে শহরের রূপ ফেরানোর তাগিদে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করা হয়েছে। দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি ও ছাদে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। কিন্তু সেই হোর্ডিং-এর জন্য পুরসভা কোনও কর পাচ্ছে না। এছাড়াও কিছু জায়গায় বিপজ্জনকভাবে হোর্ডিং লাগানো হয়েছে। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই সমস্ত  হোর্ডিংগুলি খোলা শুরু হয়েছে। 
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ রাজেশ প্রসাদ শাহ জানান, আজ থেকে শহরে বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।  দশদিন লাগাতার এই অভিযান চলবে।  দশদিনের মধ্যে শহরের সমস্ত বেআইনি হোর্ডিং খুলে দেওয়া হবে।


2 thoughts on “দশ দিনে বদলে যাবে শিলিগুড়ি! রূপ ফেরাতে কড়া পদক্ষেপ পুরনিগমের 

  1. বাংলার বাঘ says:

    রাজেশ প্রসাদ শাহ বাংলা বলতে পারেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *