বাগডোগরা, ৩১ জুলাইঃ দেশের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু।আদিবাসী জনগোষ্ঠী থেকে প্রথম রাষ্ট্রপতি হওয়ার পর খুশিতে মেতে উঠেছে আদিবাসী সমাজের মানুষ।
রবিবার দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন যাত্রার আয়োজন করল বিজেপি।এদিন নকশালবাড়ির হাতিঘিসা বিজয়নগর থেকে এই যাত্রা শুরু হয় এরপর অটল হয়ে ফের হাতিঘিসায় শেষ হয়।
এই বিষয়ে বিজেপির মহিলা নেত্রী লক্ষ্মী শর্মা জানান, এনডিএ সরকারের হয়ে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন।আদিবাসী সমাজের জন্য তিনি গর্ব।তাকে অভিনন্দন জানাতেই আজ মিছিলের আয়োজন করা হয়।