বাগডোগরা, ২৬ জুলাইঃ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আদা ও কাঠ ভর্তি পিকআপ ভ্যান।ঘটনাটি ঘটেছে বাগডোগরার হাঁসখোয়ার টুনামোড় এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ঘোষপুকুরের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি।বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যানটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর।গাড়ি থেকে আদার বস্তা সহ কাঠ উদ্ধার করেছে বনবিভাগ।
সূত্রের খবর, কাঠ পাচারের ছক কষেছিল পাচারকারীরা।তবে বৃষ্টির জেরে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
বাগডোগরা পুলিশ ও বাগডোগরা বনদপ্তর পিকআপটি ভ্যানটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।মোট ৮০ সিএফটি কাঠ উদ্ধার হয়েছে।গোটা ঘটনার তদন্ত করছে বনদপ্তর ও পুলিশ।