খড়িবাড়ি, ২৬ মার্চঃ সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল লরি।শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে খড়িবাড়ির বাতাসীতে দূর্গা মন্দির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে লরিটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১০০মিটার দূরে গাছ ভেঙে একটি বাড়ির সামনে ঢুকে পড়ে। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।লরির মধ্যে আটকে পড়েন চালক ও সহ চালক।তাদের উদ্ধার করে বাতাসী হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।