লকডাউনের শুরু থেকে দুঃস্থদের খাবার ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছে বেলাকোবার বনকর্মীরা

রাজগঞ্জ, ১৬ মে: ৫১ দিন ধরে মোবাইল ফুড ব্যাংক তৈরি করে লকডাউনের শুরু থেকে গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষদের রান্না করা খাবার খাওয়াচ্ছেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।


শনিবার ডিমের তরকারি,ভাত ও সবজি সহকারে বেলাকোবার তেলিপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকার প্রায় ৯০০ অসহায়কে খাবার দেওয়া হয়।এদিন পর্যন্ত ১৫,০০০ অসহায়কে খাবার দেওয়া হলো বলে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন।

তিনি বলেন, লকডাউন শুরুর পর থেকে অসহায়দের লাগাতার সাহায্য করা হচ্ছে।এছাড়াও বনবস্তির বাসিন্দা, বিশেষ চাহিদা সম্পন্ন সহ বেশ কয়েক হাজার অসহায় পরিবারকে চাল-ডাল সহ খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে।যতদিন লকডাউন চলবে ততদিন এভাবেই অসহায় পরিবারদের রান্না করা খাবার দিয়ে সাহায্য করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *