দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

কোচবিহার,২৯ মার্চঃ  রবিবার সকালে দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।


এদিন দুঃস্থ মানুষদের হাতে চাল,ডাল ও আলু তুলে দেন মন্ত্রী।অন্যদিকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হরিজন বস্তি এলাকার মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO