অঞ্জুমান খিদমত এ খল্ক এর উদ্যোগে দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ

শিলিগুড়ি, ১৩ মেঃ বুধবার শিলিগুড়ি অঞ্জুমান খিদমত এ খল্ক এর উদ্যোগে প্রায় ২৬৫ জন গরীব ইসলাম সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।


জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী উপস্থিত থেকে মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। এর পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেন এবং মাস্ক বিতরন করেন।

অঞ্জুমান খিদমত এ খল্ক এর সম্পাদক ফিরোজ আহমেদ খান জানান, পবিত্র রমজান মাসে শিলিগুড়ি থানার আইসি’র সহযোগিতায় তারা এই উদ্যোগ গ্রহন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024deneme bonusu 2024